নির্বাচন কমিশন ১৪ দলে যোগ দিয়েছে
দলীয় সরকারের অধীনে যে এ দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনেও তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আবদুর রব।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাসদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রব।
এবারের সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন ১৪ দলীয় জোটে যোগ দিয়েছে মন্তব্য করে রব বলেন, ১৪ দল এখন ১৫ দলে পরিণত হয়েছে। এই নির্বাচনে পুলিশ, নির্বাচনী কর্মকর্তারা সরকারি দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন বা অন্য কাউকে দিয়ে দেওয়াছেন। এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করা হয়েছে।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রব বলেন, আগে বলেছেন কোনো অভিযোগ তাঁদের কাছে নেই। পরে যখন মিডিয়া এগুলো প্রকাশ করল তখন সব অভিযোগ ঝুড়িতে ফেলে দিয়ে তাঁরা বললেন আপনারা কোর্টে যান।
এবারের নির্বাচনের আওয়ামী লীগের ভুল রাজনীতির কারণে মুক্তিযুদ্ধের আদর্শকে নির্বাসনে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন এ জাসদ নেতা। নির্বাচন কমিশন সরকার সমর্থিত একটি দলের মতো কাজ করছে অভিযোগ করে অবিলম্বে কমিশন পরিবর্তনের দাবি করেন তিনি।