নড়িয়ায় আগুনে পুড়ে গেছে ১২টি দোকান

Looks like you've blocked notifications!
শরীয়তপুরের নড়িয়া বাজারে সোমবার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

শরীয়তপুরের নড়িয়া বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে। এ সময় আবদুর রাজ্জাক বন্দুকসি নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন।  

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রহমান জানান, বিকেল ৪টার দিকে নড়িয়া বাজারের দ্বিতল মার্কেটের নিচতলায় আবদুর রাজ্জাক বন্দুকসির পেট্রলের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় তাঁর শরীরে আগুন ধরে যায়। রাজ্জাক দৌড়ে দোকান থেকে বের হয়ে শরীরের আগুন নেভান। এ সময় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় মার্কেটের নিচতলায় থাকা আরো ১১টি দোকানের মালামাল।

খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির দ্বিতীয় তলায় একটি বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে। তবে দ্বিতীয় তলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।