দেশে দুর্নীতির হার কমছে : দুদক কমিশনার

Looks like you've blocked notifications!
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু আজ শনিবার পাবনা প্রেসক্লাবের ক্রীড়া কক্ষসহ অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন। ছবি : এনটিভি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, দুদকের তৎপরতা ও কর্মকাণ্ডের কারণে দেশে দুর্নীতির হার প্রতিদিন কমছে। আমাদের দেশের সাধারণ মানুষ থেকে উচ্চস্তরের মানুষ মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত। তাই দুর্নীতির সঙ্গে যুদ্ধ করে দুর্নীতি কমাতে আমাদের কাজ করতে হচ্ছে। 

আজ শনিবার পাবনা প্রেসক্লাবের ক্রীড়া কক্ষসহ অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার এ কথা বলেন। 

দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিৎ নাগ, দৈনিক জোড়বাংলা সম্পাদক আবদুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ বি এম ফজলুর রহমানসহ অন্যান্য প্রবীণ এবং নবীন সদস্য উপস্থিত ছিলেন।