মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সিদ্দিক আহমেদ আর নেই
নেত্রকোনার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আবু সিদ্দিক আহমেদ (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আবু সিদ্কি আহমেদ স্ত্রী, কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
একাত্তরে আবু সিদ্দিক আহমেদ ছিলেন ৪ নম্বর টাইগার কোম্পানির কমান্ডার। নেত্রকোনা জেলা শহরকে পাকিস্তানি হানাদারমুক্ত করার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
দুই মাস ধরে ক্যানসারে ভুগছিলেন আবু সিদ্দিক আহমেদ। অবশেষে আজ ভোরে তিনি ইন্তেকাল করেন।
আবু সিদ্দিক আহমেদের সহযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, আজ বাদ জুমা নেত্রকোনা মোক্তারপাড়া বড় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে গার্ড অব অর্নার শেষে আবু সিদ্দিক আহমেদকে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আবু সিদ্দিক আহমেদের মৃত্যুতে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদ সদস্য ছবি বিশ্বাস, জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা সরকারি কৌঁসুলি (পিপি) জিএম খান পাঠান বিমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আমিন, সাবেক জেলা কমান্ডার হায়দার জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু আক্কাছ আহমেদ, সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, সাবেক ইউপি চেয়ারম্যান জুবেদ আলীসহ এলাকার সর্বস্তরের জনগণ শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।