আ. লীগের নতুন কমিটিতে প্রাধান্য পাবে নারী নেতৃত্ব
অক্টোবরের সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি করতে চায় আওয়ামী লীগ। তাই দলটিতে এবার ঠাঁই হচ্ছে বড় সংখ্যার নতুন নেতৃত্ব। সেই সঙ্গে প্রাধান্য পাবে নারী নেতৃত্ব।
১৯৪৯ সালে ঢাকার রোজ গার্ডেনে জন্ম আওয়ামী লীগের। সে হিসেবে সংগঠনটি পেরিয়েছে ৬৭ বছর। কিন্তু এখনো টগবগে তারুণ্যে ভরা দলটি। এর ব্যাখ্যায় নেতারা জানান, তরুণ বঙ্গবন্ধু ১৯৫২ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। এর পর থেকে সব সময়ই নবীন-প্রবীণের সমন্বয়ে এগিয়ে চলেছে আওয়ামী লীগ।
দলটির পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মাহমুদ চৌধুরী খালিদ এবং সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ জানান, কেন্দ্র থেকে তৃণমূল সবখানেই বাড়ছে আওয়ামী লীগের কমিটির আকার।
আওয়ামী লীগের এ দুই নেতা আরো জানান, গত ৬ সেপ্টেম্বর দলটির যৌথ সভায় কেন্দ্রীয় কমিটির আকার বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে, ৭৩ থেকে যা বেড়ে হতে পারে ৮১। এরই ধারাবাহিকতায় বাড়বে দলটির জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির আকারও।
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।
বিস্তারিত দেখুন আহমেদ পিপুলের ভিডিও প্রতিবেদনে…