শরীয়তপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২০

Looks like you've blocked notifications!

শরীয়তপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাচারির মোড়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হজরত আলী মাদবর (৬০), জামাল বেপারি (২৮), এসকেন্দার মাদবর (৬৫), সেকেন্দার ফকির (৬৫), মোশারফ বেপারী (৩৫), কাদির মাদবর (৩২), সেলিম মাদবর (২৬), মামুন খাঁ (২২), আব্দুল্লাহ খাঁ (৪৫), মোতালেব বেপারি (৪০), আলকাছ ছৈয়াল (৫০), মান্নান চৌকিদার (৪০), ইমাম হোসেন বেপারি (৪৫) ও সিরাজুল ইসলাম ছৈয়ালকে (৩০) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জামাল বেপারির অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাচারিকান্দি গ্রামের হজরত আলী মাদবর হামেদ বেপারির কাছে ২০ হাজার পান। তাঁর এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

বিষয়টি মীমাংসার জন্য আজ শুক্রবার সকাল ৯টার দিকে উভয় পক্ষ স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার জন্য কাচারির মোড়ে জড়ো হয়। সেখানে আবার উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ২০ জন আহত হন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন  জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।