বন্যার্তদের গাছের চারা দিল কৃষিবিদ ইনস্টিটিউশন

Looks like you've blocked notifications!
বন্যার্তদের মাঝে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্য রাখছেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : এনটিভি

মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়ন হর্টিকালচার সেন্টারে সবজির চারা বিতরণ করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। বন্যা-পরবর্তী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় এই সবজির চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মোবারক আলী, সহসভাপতি কৃষিবিদ ড. সাইদুর রহমান সেলিম প্রমুখ।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের বন্যা-পরবর্তী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসন উপকমিটির সদস্য সচিব দেবু ভট্টাচার্য জানান, দেশব্যাপী বন্যাদুর্গতদের জন্য চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের বন্যাদুর্গত এলাকাগুলোতে পর্যায়ক্রমে এই কর্মসূচি চলতে থাকবে।