বিএনপি নির্বাচনে থাকলে জিততেও পারত : এরশাদ
বিএনপি ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জন না করলে জিততে পারত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘উইথড্র করা সত্ত্বেও দুই-তিন লক্ষ ভোট পেয়েছেন তারা। অর্থাৎ থাকলে জিততেও পারতেন মনে হয়।’
urgentPhoto
সাবেক রাষ্ট্রপতি এরশাদ তিনদিনের সফরে এসে আজ রোববার সকালে রংপুরে সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের এরশাদ এ কথা বলেন। এ সময় সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না জানতে চাইলে এরশাদ বলেন, ‘নির্বাচন সঠিক হয়েছে কি না, আন্তর্জাতিক ক্ষেত্র থেকে সমালোচনা হচ্ছে। এর প্রতিক্রিয়া আসছে। তোমরা সবাই সেটা জানো।’
দেশের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে এরশাদ বলেন, ‘একটি রাজনৈতিক ব্যক্তি তো মারা যায়নি। এটি কী ধরনের আন্দোলন। যে আন্দোলনে মানুষের সম্পৃক্ততা নেই সেই আন্দোলন নিস্তেজ হয়ে যাবেই, তাই হয়েছে।’
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বর্জন সম্পর্কে এরশাদ বলেন, “মাঝপথে কেন উইথড্র করল তা আমি বলতে পারব না। একটু আগেই বলছিলাম হয়তো আশঙ্কা করছিলেন, ‘আমরা হয়তো নির্বাচনে জয়ী হতে পারব না। আশাপদ ফল পাব না।’ সেটা হতে পারে। কিন্তু উইথড্র করলেন, উইথড্র করা সত্ত্বেও দুই-তিন লক্ষ ভোট পেয়েছেন তাঁরা। অর্থাৎ থাকলে জিততেও পারতেন মনে হয়।”
২০-দলীয় জোটের হরতাল-অবরোধ সম্পর্কে বলতে গিয়ে এরশাদ আরো বলেন, ‘৯০ দিন বন্ধ ছিল। খাবার জিনিসপত্র পুলিশ স্কটে (পাহারায়) গেছে। ঢাকায় জিনিসপত্রের দাম বাড়ে নাই। কৃষকেরা সাফার (ভুগেছে) করেছে। অনেক আবাদি নষ্ট হয়েছে, ফুলকপি নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে। ওরা সাফার করেছে। আরো কথা হলো যে অনেক মানুষ মারা গেছে। রাজনৈতিক ব্যক্তি তো একটাও মারা যায়নি। মারা গেছে গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, ওরা মারা গেছে। বাচ্চারা মারা গেছে।’