১০ হাজার তথ্যকল্যাণী তৈরির প্রকল্পের উদ্বোধন
‘তথ্যে কল্যাণে নির্ভরতায়' প্রতিপাদ্যে ১০ হাজার তথ্যকল্যাণী সৃষ্টির উদ্যোগ নিয়ে নাটোরে কল্যাণী লোগো উন্মোচন করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোরসহ দেশের ১৬টি জেলায় তথ্যকল্যাণী প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জেলা প্রশাসকের কনফারেন্স রুমে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আইসিটি মন্ত্রণালয়ের মহাপরিচালক বনমালী ভৌমিক, ডি-নেট-এর প্রধান নির্বাহী অনন্য রায়হান।
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সালের মধ্যে ১৬টি জেলায় এক হাজার তথ্যকল্যাণী গ্রামীণ জনপদের মানুষদের স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষি বিষয়ে সেবা প্রদান করবেন। এ ছাড়া এক হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার কল্যাণী তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।’
এর আগে একটি সাইকেল র্যালিতে অংশ নেন অতিথিরা।