গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

Looks like you've blocked notifications!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ রোববার গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম হাসমত আলী (২৫)। তাঁর বাড়ি কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের নোয়াপাড়া ঠাটাঙ্গা গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী এলাকার ওমর আলীর গোয়ালঘর থেকে আজ রোববার ভোর রাতে চোরেরা একটি গরু নিয়ে যাচ্ছিল। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ধাওয়া দিয়ে গরুসহ হাসমত আলীকে আটক করে। দলের অন্যরা পালিয়ে যায়। পরে উত্তেজিত লোকজন হাসমতকে পিটুনি দেয়। খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতাবস্থায় হাসমত আলীকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।