কুষ্টিয়ায় কলেজছাত্র খুন, আহত ১
কুষ্টিয়া শহরের পিটিআই রোডে সিটি কলেজের সামনে আজ রোববার বিকেলে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জখম করেছে তাঁর এক সঙ্গীকে।
নিহত পলাশ মাহমুদ (১৮) কুষ্টিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি সদর উপজেলার হাটশ-হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টার দিকে কয়েকজন সঙ্গীসহ অটোরিকশায় করে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় থেকে পিটিআই রোড দিয়ে যাচ্ছিলেন। ওই সড়কের সিটি কলেজের সামনে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে অটোরিকশায় হামলা চালায়। তারা কলেজছাত্র পলাশ মাহমুদ ও তার সঙ্গী রাকিবুল ইসলামকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে অন্য সঙ্গীরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশ মাহমুদকে মৃত ঘোষণা করেন। আর আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জেলা পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে পলাশ মাহমুদকে হত্যা করা হতে পারে। হত্যাকারীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।