পাবনায় আ. লীগ নেতার ইন্তেকাল
পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আটঘরিয়া মডেল স্কুলের শিক্ষক মো. মাহফুজ উল্লাহ (৫০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বেলা ১১টায় উপজেলার ব্র্যাকপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মাহফুজ উল্লাহ স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বিকেল সোয়া ৫টায় আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মাহফুজ উল্লাহকে চাঁদভা কবরস্থানে দাফন করা হয়।
মাহফুজ উল্লাহর মৃত্যুতে ভূমিমন্ত্রী ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তানভীর ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।