ময়মনসিংহ শহর আ. লীগের সাবেক সভাপতির ইন্তেকাল
ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তারা (৬৫) আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
আমিনুল ইসলাম স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাতেমা জোহুরা রানী, দুই মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ১৯৭৩ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং স্বাধীনতার আগে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউশন ছাত্র সংসদের একাধিকবার জিএস ও ভিপি নির্বাচিত হন। তিনি ময়মনসিংহ পৌরসভার কমিশনার এবং ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
আমিনুল ইসলাম তারার মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া নেমে আসে। মরহুমের বড় ভাই প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সন্ধ্যায় মরহুমের লাশ ময়মনসিংহে নিজ বাড়িতে আনার পর রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।