নদী ও নৌপথ বাঁচানোর দাবিতে বরগুনায় মানববন্ধন

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নদী পরিব্রাজক দল আজ মঙ্গলবার সকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ছবি : এনটিভি

‘সড়কের ওপর চাপ কমাও, নদী ও নৌপথ বাঁচাও’ স্লোগান সামনে রেখে বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে বরগুনা জেলার বাংলাদেশ নদী পরিব্রাজক দল।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নদী পরিব্রাজক দল বরগুনা জেলা শাখার পাশাপাশি বিভিন্ন সংগঠনের দুই শতাধিক সদস্য অংশ নেয়। এ কর্মসূচি থেকে বরগুনার লঞ্চ মালিকদের সিন্ডিকেট ভেঙে আধুনিক ও যুগোপযোগী নৌপরিবহন চালুর দাবি জানানো হয়।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরগুনা জেলা শাখার সভাপতি সোহেল হাফিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগীয় সভাপতি জহির উদ্দিন মো. বাবর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরগুনা শাখার সাধারণ সম্পাদক মো. আবু জাফর সালেহ, উন্নয়ন সংগঠন অন্বেষার নির্বাহী পরিচালক শামসুদ্দিন সানু, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, লোক বেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, খেলাঘর বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুশফিক আরিফ, তরুণ রাজনীতিবিদ আরিফুর রহমান মারুফ, গোলাম কিবরিয়া পিন্টু প্রমুখ।