রাজশাহীতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে শিবির
পুলিশের গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা নিহতের প্রতিবাদে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রশিবির।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামানের সই করা এক বিবৃতিতে রাজশাহী বিভাগে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে নগরীর মতিহার থানার কাটাখালী পৌর এলাকার সমশাদীপুর এলাকায় পুলিশের টহলগাড়ি লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেল হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। শিবিরের ছোড়া ককটেলে কনস্টেবল মাহবুব আহত হন। পুলিশ আত্মরক্ষার জন্য শটগানের গুলি ছুড়লে তিনজন আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শিবির নেতা শাহাবুদ্দিন মারা যান।