ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন সংকট

Looks like you've blocked notifications!
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া আক্রান্ত রোগী। ছবি : এনটিভি

ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। দুই দিনে তিন শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে। ঝালকাঠি সদরসহ চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে দেড় শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী। 

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, দুই দিন ধরে অস্বাভাবিক গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। গত দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এ ছাড়া নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন, রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জন এবং কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ভর্তি রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে আরো দেড় শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইভি স্যালাইনের সংকটের কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। 

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আওফাসুল ইসলাম রাসেল এনটিভি অনলাইনকে জানান, রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে।  

সংকটের কারণে অনেকে ওষুধের দোকান থেকে আইভি স্যালাইন কিনে চিকিৎসা নিচ্ছে। 

ঝালকাঠির সিভিল সার্জন আবদুর রহিম জানান, দুইদিনে রোগীদের পর্যাপ্ত আইভি স্যালাইন সরবরাহ করা হয়েছে। স্যালাইন কম থাকার বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। গরমে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি পঁচা ও বাসি খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।