জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : এনটিভি

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা গেছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তামাক, মাদক ও সন্ত্রাস বিরোধ জোট আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। এ দেশে কিছু হলেই কিছু রাষ্ট্র তাদের প্রতিনিধি পাঠায়, নানা উপদেশ দেয়। কিন্তু নিজের দেশের সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে পারে না তারা।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা একত্র হয়েছি। এ ধরনের ষড়যন্ত্র থেমে আছে বলে আমরা বিশ্বাস করি না। তবে জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে বাংলাদেশ সফল হয়েছে, যা বিশ্বে অনন্য দৃষ্টান্ত।’

নারীদের জঙ্গি সংগঠনে সম্পৃক্ততার কথা উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আজকে আমাদের মায়ের জাতিকে, আমাদের মেয়েদের এ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা অবিরাম কাজ করছে। সেই জায়গায়ও আমাদের সাবধান হতে হবে। এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম, তা চালিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন,  ‘জঙ্গিবাদ এ দেশে শিকড় গেড়ে বসতে পারবে না। অতীতে এর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ জয়ী হয়েছে, ভবিষ্যতেও হবে।’