অভিজিৎ হত্যায় পাঁচজনের বেশি চিহ্নিত : ডিবি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মুনিরুল ইসলাম বলেছেন, আদর্শগত দিক থেকে আনসারউল্লাহ বাংলা টিম আল কায়েদাকে অনুসরণ করে। তিনি আরো বলেন, আমরা ভিডিও পর্যালোচনা করে দেখছি আদৌ তা আল-কায়েদার বক্তব্য কি না।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।urgentPhoto
গত শনিবার এক ভিডিও বার্তায় অভিজিৎ রায়কে ধর্মদ্রোহী আখ্যা দিয়ে তাঁকে হত্যার দায় স্বীকার করে আল-কায়েদার ভারতীয় শাখা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্টের (একিউআইএস) নেতা অসিম উমর। একই ভিডিওতে ব্লগার আহমেদ রাজীব হায়দার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম লিলনকে হত্যার দায়ও স্বীকার করে ওই সংগঠন।
বিশ্বজুড়ে জঙ্গি হামলার ঝুঁকি পর্যবেক্ষণকারী মার্কিন প্রতিষ্ঠান সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিসের (এসআইটিই) ওয়েবসাইটেও এসব তথ্য প্রকাশিত হয়।
মনিরুল ইসলাম বলেন, 'পাঁচ-এর অধিক সন্দেহভাজনকে আমরা চিহ্নিত করেছি, যারা আমাদের কাছে মনে হচ্ছে যে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য। আদর্শগত দিক থেকে তারা আল কায়েদাকে অনুসরণ করে।'
মনিরুল জানান, গোয়েন্দা পুলিশ তাঁদের তদন্তে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সাথে আনসারউল্লাহ বাংলাটিমের সদস্যদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে। আর এই বার্তাটি আসলেই আল-কায়েদার কি না, তা তদন্তের দাবি রাখে বলে জানান তিনি।
এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, আনসার উল্লাহ বাংলাটিমের কেউ আল-কায়দার শিষ্যত্ব মেনে কাজ করেছে কি না, তা তদন্ত করে দেখছেন তাঁরা।
অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত সংস্থা এফবিআইর কাছে যেসব সহযোগিতা চেয়েছিল গোয়েন্দা পুলিশ তার কিছুই এখনো পাওয়া যায়নি বলে জানান মনিরুল। তিনি বলেন, 'এখন পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই থেকে আমরা কোনো ফিডব্যাক পাইনি।'
গত ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ হত্যাকাণ্ডের পর পরই ‘আনসার বাংলা সেভেন’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দায় স্বীকার করে বার্তা দেওয়া হয়েছিল।