সিলেটে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের পর একজন আটক

Looks like you've blocked notifications!
সিলেট নগরীর আম্বরখানা থেকে ছিনতাই করা ১৪ লাখ টাকাসহ আজ সোমবার এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ছবি : এনটিভি

সিলেট নগরীর আম্বরখানা থেকে ছিনতাই করা ১৪ লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে গুঁড়ো মরিচ ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। আজ সোমবার দুপুরে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে আটক করে।

আটক ব্যক্তির নাম খালেদ হাসান রবিউল (৩০)। তাঁর বাড়ি খুলনার হরিণটানা থানাধীন হামিদনগর গ্রামে। তিনি আগে সিলেট নগরের দর্শনদেউড়ি এলাকার রাজারগলিতে অবস্থিত গ্লোবাল ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

গ্লোবাল ফার্মাসিউটিক্যালের হিসাবরক্ষণ কর্মকর্তা আহমদ হোসেন জানান, আজ দুপুরের প্রতিষ্ঠানের ১৪ লাখ ৪৭ হাজার ৫৩০ টাকা জমা দিতে আম্বরখানায় একটি বেসরকারি ব্যাংকে যান। তাঁর সাথে ছিলেন কর্মচারী রবিউল ইসলাম। ব্যাংকে ঢুকার আগেই আহমদ হোসেনের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন খালেদ। এ সময় আহমদ হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে খালেদকে আটক করে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, খালেদের কাছ থেকে ছিনতাই করা ১৪ লাখ টাকা ছাড়াও মরিচের গুঁড়া ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।