গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ৪
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় নছিমনের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বেন্নাবাড়ী গ্রামের কামনা বিশ্বাস (২৮), ঠোটামান্দ্রা গ্রামের কানাই ওঝা, মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নোয়া খান (৬০) ও নয়াকান্দি গ্রামের রাজমিস্ত্রি মিরাজু ইসলাম (৫০)।
আহত ব্যক্তিরা হলেন সুখ, তাঁর স্ত্রী বীথিকা ও নছিমনচালক সাগর শেখ। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের মিয়া এনটিভি অনলাইনকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে মুকসুদপুরে রাগদি ইউনিয়নের চরপ্রসন্নদীতে মালবাহী ট্রাকটি যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দিলে চারজন নিহত হয়েছেন। তাঁদের সবাই নছিমনের যাত্রী। তাঁরা টেকেরহাট থেকে ছাগলসিরা যাচ্ছিলেন।
লাশ তিনটি মাদারীপুর উপজেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।