খুলনায় পুলিশকে লক্ষ্য করে গুলি, আটক ২

Looks like you've blocked notifications!
খুলনায় পুলিশকে লক্ষ্য করে গুলি করার অভিযোগে আটক দুজন। ছবি : এনটিভি

খুলনায় পুলিশকে লক্ষ্য করে গুলি করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গুলিতে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রূপসা সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আটক দুই ব্যক্তির নাম বেলাল হোসেন (২২) ও লাবলু (২৭)।

খুলনা মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কামরুল ইসলাম জানান, বিকেলে রূপসা সেতুর পশ্চিম পাশে চলন্ত একটি মোটরসাইকেল থামার নির্দেশ দেন সেখানে দায়িত্বরত গোয়েন্দা পুলিশ সদস্যরা। তবে মোটরসাইকেল না থামিয়ে উল্টো পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকেন এর দুই আরোহী। পুলিশও পাল্টা গুলি চালায় এবং ধাওয়া দিয়ে ওই দুই ব্যক্তিকে ধরে ফেলে। এ সময় আটক বেলাল ও লাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় শিশির ও মিকাইল নামে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাছ ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের জন্য আটক দুই ব্যক্তি প্রস্তুতি নিচ্ছিল।