দিনাজপুরে যুবককে জবাই করে হত্যা
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আজ মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গোঘাটা সেতুর কাছে স্থানীয় লোকজন আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির জবাই করা লাশ দেখতে পায়। পরে চিরিরবন্দর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে জবাই করে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।