বাংলাবান্ধা দিয়ে নেপালে ত্রাণ পাঠানো শুরু
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের দুর্গতদের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১৫টি ট্রাকে করে ৩৭৫ মেট্রিক টন চাল পাঠানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানোর সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার প্রথম দিনে পঞ্চগড় জেলা প্রশাসনের ত্রাণ ভাণ্ডার থেকে এসব চাল পাঠানো হলো।
বিকেলে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ দেলোয়ার বখত, ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আতিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস মেহেদি জানান, জেলার চারটি উপজেলার খাদ্য গুদাম থেকে ৩৭৫ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়। পর্যায়ক্রমে এসব খাদ্য গুদাম থেকে ১০ হাজার মেট্রিক টন চাল সরবরাহ করা হবে।