পদ্মা সেতুর ৩৮ ভাগ কাজ হয়েছে : সেতুমন্ত্রী

Looks like you've blocked notifications!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ পর্যন্ত পদ্মা সেতুর ৩৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় পদ্মা সেতুর কাজ যথাসময়েই সম্পন্ন করা হবে।

মন্ত্রী আজ শনিবার সকালে নোয়াখালীর কবিরহাটে ট্রাস্ট ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কবিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মো. সফিউল হক, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের জিওসি মেজর জেনারেল এনায়েত, ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী ইসতিয়াক আহমেদ, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াস শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ট্রাস্ট ব্যাংক জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক একটি ঐতিহ্যবাহী ব্যাংক। আগামী দিনগুলোতে ট্রাস্ট ব্যাংক নিজ ঐতিহ্যর কথা স্মরণ রেখে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।