প্রচার শেষ, নগরকান্দা পৌরসভার উপনির্বাচন কাল

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। এখন ভোটের অপেক্ষা। আগামীকাল বুধবার ভোট নেওয়া হবে।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে ফরিদপুরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন। তিনি জানান, ভোটারেরা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারে সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে থাকবে। শতভাগ নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে যা কিছু করা দরকার তার সবকিছুই নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হবে বলে জানান তিনি।
উপনির্বাচনে দুই প্রার্থীর একজন হলেন নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি ও নগরকান্দা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রায়হান উদ্দীন ওরফে রব্বেল মাস্টার (৭০)। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন নগরকান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ (৪৫)।
আসাদের চাচা পৌরসভার সাবেক মেয়র জাহিদ হোসেন খোকনকে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় মেয়র পদটি শূন্য হয়।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরকান্দা পৌরসভার নয়টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। পৌরসভার ভোটার সংখ্যা সাত হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার তিন হাজার ৭৮৯ জন এবং নারী ভোটার তিন হাজার ৭৩০ জন।