নওগাঁ চেম্বারে শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের জয়

Looks like you've blocked notifications!

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে মো. ইকবাল শাহরিয়ার রাসেলের নেতৃত্বাধীন ‘শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ প্যানেল জয়লাভ করেছে। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট পীযূষ কুমার আজ রোববার ভোর ৪টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

গতকাল শনিবার নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ীদের চেম্বারের সদস্যরা ভোট দেন। মোট এক হাজার ৮৭০ জন ভোটারের মধ্যে এক হাজার ৬৩০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৬-২০১৮ মেয়াদের এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বাধীন ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’কে হারিয়ে বর্তমান সিনিয়র সহসভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের নেতৃত্বাধীন ‘শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।

বিজয়ী প্যানেলের নির্বাচিত ১৬ জন পরিচালক হলেন ইকবাল শাহরিয়ার রাসেল (১২৪৩ ভোট), আহম্মদ আলী (১১৫১ ভোট), অমিয় কুমার দাস (১০৪৪ ভোট), এম এ খালেক (১১৩৬ ভোট), এ বি এম মোস্তাফিজুর রহমান চৌধুরী রুনু (৯৬৫ ভোট), দীপক কুমার সরকার (৯৮৪ ভোট), মো. তৌফিকুল ইসলাম বাবু (১১৯৬ ভোট), মোস্তাফিজুর রহমান টুনু (১১২৭ ভোট), মো. সিরাজুল ইসলাম (১০৪০ ভোট), মো. মোতাহার হোসেন পলাশ (১১৬৮ ভোট), শেখ রুহুল আমিন আরমান (৯৩৬ ভোট), মো. মাহমুদ মোল্লা (১১১১ ভোট), মো. সাজেদুল আলম লালটু (১০৪৪ ভোট), মো. আবুল কালাম আজাদ (৯৩৭ ভোট), মো. ইফতেখারুল ইসলাম সজীব ( ১০৬৬ ভোট) ও মোকতারুল হক সজীব (৯৮৪ ভোট)।

 

অপরদিকে ট্রেড কোটায় সড়ক পরিবহন মালিক গ্রুপ থেকে সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী,  ট্রাক পরিবহন মালিক গ্রুপ থেকে আবুল কালাম আজাদ ও চালকল মালিক গ্রুপ থেকে মো. মোতালেব হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেম্বারের পরিচালক নির্বাচিত হয়েছেন।