সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে শিবির

দলীয় নেতাকর্মীদের ‘হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে’ আগামী রোববার সারা দেশে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শুক্রবার দুপুরে সংগঠনের সভাপতি আবদুল জব্বার এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেন।
বিবৃতিতে জানানো হয়, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে হরতাল পালিত হবে। এ ছাড়া ‘হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে’ আগামী শনিবার বিক্ষোভ করবে ছাত্রশিবির।