সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১

Looks like you've blocked notifications!

নাশকতা-সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে সাতক্ষীরা থেকে ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সাতটি উপজেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক এনামুল হক জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নাশকতার পরিকল্পনাকারী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নয়জন কর্মী রয়েছেন।

এদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অনেকের নামে এ-সংক্রান্ত এক বা একাধিক মামলাও রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া মাদক ব্যবসা, মাদক গ্রহণ, ছিনতাই, চুরি, চিংড়িতে অপদ্রব্য ভরা এবং অবৈধ মালামাল রাখাসহ বিভিন্ন অপরাধের আসামিরাও রয়েছেন। 

পরে গ্রেপ্তার হওয়া ৭১ জনের মধ্যে ৪০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। 

এনামুল হক আরো জানান, অভিযানে সাতক্ষীরা সদর থেকে ১৪ জন, দেবহাটা থেকে ১২, কালীগঞ্জ থেকে ৯, তালা থেকে ৯, আশাশুনি থেকে ৮, শ্যামনগর থেকে ৭, কলারোয়া থেকে ৬ ও পাটকেলঘাটা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।