বগুড়ায় গণপূর্ত বিভাগের অপহৃত কর্মচারী উদ্ধার, আটক ৫

Looks like you've blocked notifications!
বগুড়া গণপূর্ত বিভাগের কার্যসহকারী মো. আবদুল মান্নানকে অপহরণের ঘটনায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে শহরের মালগ্রাম এলাকা থেকে অপহরণে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। ছবি : এনটিভি

বগুড়া গণপূর্ত বিভাগের কার্যসহকারী মো. আবদুল মান্নানকে অপহরণের আট ঘণ্টা পর উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক (পিপিএম) এসব তথ্য জানান। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে গণপূর্ত বিভাগের কাজের সাইড পরিদর্শনে যান মান্নান। ফেরার পথে আযিযুল হক কলেজের সামনে থেকে তাঁকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর তাঁকে শহরের মালগ্রাম দক্ষিণপাড়ার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

‘এ সময় অপহরণকারী দলের এক নারী সদস্যের সাথে তাঁর আপত্তিকর ছবি ওঠানো হয়। পরে অপহরণকারীরা তাঁর মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে পরিবারের সদস্যদের অপহরণের কথা জানায় এবং আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে।’

এসপি আরো জানান, পরিবারের সদস্যরা পুলিশের সাথে যোগাযোগ করলে ডিবি পুলিশের বিশেষ দল রাত সাড়ে ১১টায় মালগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মো. সোহেল আহম্মেদের বাড়ি থেকে মান্নানকে উদ্ধার করে। এ সময় পাঁচ অপহরণকারীকে আটক করা হয়।’

আটকরা হলেন মালগ্রাম এলাকার সোহেল আহম্মেদ (৩৭), মো. রাফি (২৬), আব্দুল মমিন (২৭), মো. জুয়েল (৩২) এবং নারী সদস্য সুইটি (৩৫)।