পঞ্চগড়ে স্থানীয় সরকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে ‘স্বচ্ছ ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার প্রশাসনের জন্য কার্যকর অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় মানবকল্যাণ পরিষদ এ আয়্জোন করে।
কর্মশালায় সুশাসন ও অধিকার এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম, সেবাগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হয়।
প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় মানবকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা তাহিরুল ইসলাম, মাঠ সহায়ক হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার ৩০ জন প্রতিনিধি অংশ নেন।