কুড়িগ্রামে ৩ দিনের শোক, কাল আছরের পর জানাজা
সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের মৃত্যুর খবরে তাঁর জন্মভূমি কুড়িগ্রামের সর্বত্র শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে তাঁর পরিবারসহ জেলার সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
কবির মৃত্যুতে কুড়িগ্রাম শহরের পুরাতন থানা পাড়ায় তাঁর পৈত্রিক বাড়িতে শোকাবহ অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট কবির মৃত্যুতে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম প্রেসক্লাবে সভা আহ্বান করে তাঁর দাফনসহ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রামে তিনদিনের শোক ঘোষণা করে।
গুণী লেখক সৈয়দ শামসুল হকের ইচ্ছে অনুযায়ী জন্মভূমি কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে বুধবার জানাজা শেষে কলেজ চত্বরে দাফন করা হবে।
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন লেখক কবি সৈয়দ শামসুল হক। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন সৈয়দ হক।
সৈয়দ শামসুল হকের ছোট ভাই সৈয়দ আজিজুল হক জানান, তাঁর বড় ভাই সৈয়দ শামসুল হকের ইচ্ছেনুযায়ী তাঁকে কুড়িগ্রামে দাফন করা হবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, বুধবার বাদ আসর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জানাজা শেষে কলেজ চত্বরের মসজিদের দক্ষিণ পাশে সৈয়দ শামসুল হককে সমাহিত করা হবে। প্রস্তুতি চলছে।