রানা প্লাজা ও তাজরীনের শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজা ও আশুলিয়ার নিশ্চিন্তপুরে আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনের নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের হাতে হাত ধরে মানববন্ধনে অংশ নেন কয়েক শ শ্রমিক। রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ও তাজরীন ফ্যাশন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধন থেকে নিহত শ্রমিকদের পরিবারকে পুরো জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, পঙ্গু শ্রমিকদের পুনর্বাসন-সুচিকিৎসার ব্যবস্থা করা এবং রানা প্লাজার মালিক সোহেল রানা ও তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের ফাঁসির দাবি জানানো হয়।
২০১২ সালের ২৮ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১১১ জন শ্রমিক মারা যান। আহত হন অর্ধশতাধিক। এরপর ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকার বহুতল ভবন রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩১ জন।