কুড়িগ্রামে চিরনিদ্রায় সৈয়দ শামসুল হক
সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের দাফন সম্পন্ন হয়েছে। শেষ ইচ্ছানুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজে মসজিদের দক্ষিণ পাশে তাঁকে দাফন করা হয়।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে সৈয়দ হকের মরদেহবাহী হেলিকপ্টারটি কলেজ মাঠে অবতরণ করে। পরে নির্ধারিত মঞ্চে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করে।
পরে কলেজ মাঠে ৪টা ১০ মিনিটে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। ৪টা ৪৫ মিনিটে তাঁর দাফন সম্পন্ন হয়।
এ সময় সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. জাফর আলী, পৌরসভার মেয়র আবদুল জলিলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সৈয়দ শামসুল হক গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।