নববর্ষে নারী হেনস্তাকারীদের বিচার দাবিতে পাবনায় মানববন্ধন
বাংলা নববর্ষের প্রথম দিন ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারী হেনস্তাকারীদের বিচারের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার বিকেলে পাবনা টাউন হলের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পাবনা জেলা মহিলা পরিষদের সভানেত্রী পূরবী মৈত্রর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট কামরুন্নাহার জলির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জাতীয় মহিলা সংস্থার জেলা সভাপতি নাদিরা ইয়াসমিন জলি, প্রবীণ সাংবাদিক দৈনিক জোড়বাংলা সম্পাদক আবদুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, বাঁচতে চাই-এর নির্বাহী পরিচালক আবদুর রব মন্টু প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে নারী হেনস্তাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।