ভোলায় ‘দস্যু’ জাহাঙ্গীরসহ ৪ জন আটক
ভোলার মেঘনা নদীর ‘জলদস্যু’ জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ চারজনকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ডাকাতদের আস্তানা।
কোস্টগার্ড দাবি করেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোর রাতে মেঘনা নদীর মাঝের চরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লাইটগান অস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন বাহিনীপ্রধান জাহাঙ্গীর, বাবুল, গিয়াস ও জয়নাল। পরে তাঁদের ভোলা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার এস এম সেলিম জাহাঙ্গীর জানান, দস্যুরা দীর্ঘদিন ধরেই মেঘনা নদীতে ডাকাতিসহ সাধারণ জেলেদের হয়রানি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে আস্তানা।
কোস্টগার্ড কর্মকর্তা আরো বলেন, নদীর জেলেদের নিরাপত্তা দিতে সব সময় প্রস্তুত রয়েছে কোস্টগার্ড সদস্যরা। আটক জলদস্যুদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।