সাত বছরে চট্টগ্রামের অবনতি হয়েছে : মেয়র
বিগত মেয়র এম মনজুর আলমের সাত বছরের মেয়াদকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন, জলাবদ্ধতাসহ সার্বিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। জলাবদ্ধতা নিরসন করাই আগামী দিনে তাঁর প্রধান দায়িত্ব হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দিন।
বন্দরনগরীর মেয়র বলেন, চট্টগ্রাম একসময় পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শহর ছিল। সময়ের বিবর্তনে গৌরব ও সৌন্দর্য হরিয়েছে। বিশেষ করে সদ্য বিদায়ী মেয়রের সাত বছরে এ নগরীর অবস্থা দ্রুত অবনতি হয়। এখন চট্টগ্রাম মহানগরটা অনেকটা দুর্গন্ধ, ময়লা ও ডাস্টবিনের শহরে পরিণত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর আমার প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব চট্টগ্রাম শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর শহরে পরিণত করা। urgentPhoto
মেয়র আরো বলেন, বন্দরনগরীর ৪১টি ওয়ার্ডের সাধারণ মানুষ জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে। এটা দূর করা রাতারাতি সম্ভব নয়, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বর্তমান সরকারের সহায়তা নিয়ে দ্রুত জলাবদ্ধতা নিরসন করা হবে।
‘আমি এখনো দায়িত্ব নেইনি। এদিকে বর্ষাকাল শুরু হয়ে গেছে। তারপরও আমি চেষ্টা কবর, নগরবাসীকে যতটা সম্ভব পরিত্রাণ দেওয়ার।’ যোগ করেন মেয়র।
এর আগে আ জ ম নাছির টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন চৌধুরী নাসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সংসদ সদস্য আব্দুল লতিফ, সংসদ সদস্য শামছুল হক, সংসদ সদস্য আশিকুল্লাহ চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম শাহীনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।