এ দেশে জঙ্গির স্থান নেই : আইজিপি

Looks like you've blocked notifications!
আজ শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর নরকলিকাতা গ্রামের মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি এ কে এম শহীদুল হক। ছবি : এনটিভি

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, এই বাংলাদেশে কখনো জঙ্গিবাদের স্থান হবে না। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু তারা ধর্মান্ধ নয়। তারা জঙ্গিবাদকে সমর্থন করে না। আর এ কারণেই জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়েছে।

এ সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর জঙ্গিবাদের বিরুদ্ধে যথেষ্ট সফলতা আছে উল্লেখ করে আইজিপি আরো বলেন, ‘যা আমাদের পার্শ্ববর্তী দেশ ও আমেরিকার মতো শক্তিশালী দেশও পারেনি। জঙ্গিবাদ দমনে আমরা বিশ্বব্যাপী একটি রোল মডেলে পরিণত হয়েছি।’

আজ শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর নরকলিকাতা গ্রামের মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শহীদুল হক।

এরই মধ্যে যারা জঙ্গিবাদে জড়িয়েছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে পুলিশের প্রধান কর্মকর্তা বলেন, ‘যারা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনে যোগদান করেছে, তারা যদি নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তারা যদি কোনো ফৌজদারি অপরাধী না হয়ে থাকে তাহলে পুলিশ তাদের সংশোধন হওয়ার জন্য সহযোগিতা করবে।’

স্কুল মাঠে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহমুদুর রহমান, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব মো. নাজমুল হক, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, জেলা শিক্ষা কর্মকর্তা নলিনী রঞ্জন রায়, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক বেপারী, মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম শামস বিন শহীদ, অভিভাবক সেলিম আহম্মেদ সিকদার, কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষিকা ফারজানা শিখা, মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা, জোবায়ের রহমান প্রমুখ।

আলোচনা ও নবীনবরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।