ভোলায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

Looks like you've blocked notifications!

ভোলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ভোলা শহরের কালীবাড়ি রোডের আবদুল গনি মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের আলামিন ও সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের চর সামাইয়া গ্রামের রুবেল। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, আজ সকালে আলামিন, রুবেলসহ কয়েকজন শ্রমিক আবদুল গনি মিয়ার বাসার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। এ সময় আলামিন ও রুবেল ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তাঁদের কোনো সাড়া-শব্দ না পেয়ে অন্য শ্রমিকরা অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, আলামিন ও রুবেল বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।