সুজানগর উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল
পাবনার প্রবীণ রাজনীতিবিদ, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম মাস্টার (৭০) আর নেই। আজ শনিবার সন্ধ্যায় পাবনা জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবুল কাশেম মাস্টার স্ত্রী, সাত ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে সুজানগর ও পাবনায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের ছেলে শানিুজ্জামান শাহিন জানান, তাঁর বাবা আবুল কাশেম বিকেলে তাঁদের সুজানগরের বাড়িতে স্ট্রোক করেন। সঙ্গে সঙ্গে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
আবুল কাশেম মাস্টারের মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।