টেকনাফে পুলিশের গুলিতে ৩ ‘মানব পাচারকারী’ নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ হ্যাচারি এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, এ ঘটনায় তাদের চার সহকর্মী আহত হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
urgentPhoto
নিহত ব্যক্তিরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ধলু হোসেন, কাটাবুনিয়া এলাকার জাহাঙ্গীর ও জাফর। তাঁরা সবাই মানব পাচারকারী দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, একদল মানব পাচারকারী সংঘবদ্ধ হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে দ্বীপ হ্যাচারি এলাকায় অভিযান চালালে পাচারকারীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে তিনজন নিহত হন। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।
ওসি আরো জানিয়েছেন, এ ঘটনায় তিনিসহ চার পুলিশ আহত হয়েছেন। নিহত তিনজনের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে, যার মধ্যে জাহাঙ্গীর ও জাফরের নামে কয়েকটি ডাকাতির মামলাও রয়েছে।