চলে গেলেন ডা. নূরুল হক
নেত্রকোনার মোহনগঞ্জের ডাক্তার নূরুল হক আজ সোমবার ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমের ছেলে মাজহার বাবু জানান, তাঁর বাবা বিকেল ৫টায় ঢাকার কলাবাগানে তাঁর বড় বোনের বাসায় ইন্তেকাল করেন। এর আগে তিনি শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে মরহুমের গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোর থেকে অবসর নেওয়ার পর থেকে তিনি টেঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়িতে এবং নিজের প্রতিষ্ঠিত মোহনগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে ২৫ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
তিনি তাঁর স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ছেলেদের মধ্যে আনোয়ারুল হক ব্যবসা, আজহারুল হক বিজ্ঞাপন নির্মাণ, মাজহার বাবু সাংবাদিকতা ও চলচ্চিত্র পরিচালনা এবং নাজমুল হক বাবলু চিত্রকলা নিয়ে কাজ করছেন। মেয়ে বেবি, হ্যাপি ও পপি সংসার পরিচালনায় যুক্ত।