মাছ ধরার সময় বজ্রপাত, জেলে নিহত
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জেলে। বজ্রপাতে আহত হয়ে নিখোঁজ হয়েছে এক শিশু।
গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।
নিহত জেলের নাম আবদুল আজিজ (৪০)। আহত দুজন হলেন ফরিদ (৩০) ও সোলেমান (৩৮)। আর নিখোঁজ শিশুর নাম শাকিল (১৩)। তিনজনেরই বাড়ি মনপুরার কলাতলীর চরে।
মনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন জানান, গত রাতে মনপুরা উপজেলার কলাতলী চরসংলগ্ন মেঘনায় মাছ ধরার সময় বজ্রপাত হলে আবদুল জলিল ঘটনাস্থলেই নিহত হন। একই সময় আহত হয়ে নদীতে নিখোঁজ হয় শাকিল। আর আহত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ফরিদ ও সোলেমানকে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল বলেন, নিহত জলিলকে দাফন করা হয়েছে। নিখোঁজ শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।