সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু আটক

Looks like you've blocked notifications!

সুন্দরবনের কয়রা ফরেস্ট স্টেশনসংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মনিরুল মোড়ল (২৫) নামের এক বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। আজ বুধবার ভোর ৫টার দিকে তাঁকে আটক করা হয়। 

মোংলা কোস্টগার্ডের (পশ্চিম জোন সদর দপ্তর) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান জানান, পশ্চিম সুন্দরবনের কয়রা স্টেশনসংলগ্ন এলাকায় বনদস্যু নান্নু বাহিনীর সদস্যরা জেলে অপহরণ ও জেলেবহরে ডাকাতির প্রস্তুতি নিয়ে সেখানে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা দ্রুত বনের গহিনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কোস্টগার্ডের হাতে অস্ত্রসহ ধরা পড়ে বাহিনীর সদস্য মনিরুল মোড়ল (২৫)। 

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরো জানান, আটক হওয়া বনদস্যুর কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়েছে। দস্যু মনিরুল খুলনার কয়রার মোসাক মোড়লের ছেলে। অস্ত্রসহ আটক দস্যুকে কয়রা থানা পুলিশে হস্তান্তরের কথা রয়েছে।