পঞ্চগড়ের সাবেক এমপি মোজাহারের জানাজা অনুষ্ঠিত
পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. মোজাহার হোসেনের জানাজা আজ বুধবার সকাল ১০টায় শেরেবাংলা পার্কে অনুষ্ঠিত হয়েছে।
মোজাহার হোসেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি বোদা-দেবীগঞ্জ উপজেলা আসনের সংসদ সদস্য ছিলেন।
মোজাহারের জানাজায় বিএনপিসহ সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
ঢাকা থেকে আজ সকাল ৭টায় মোজাহারের মরদেহ পঞ্চগড়ের ইসলামবাগের নিজ বাসভবনে নেওয়া হয়। পরে সেখান থেকে জেলা বিএনপির কার্যালয়ে আনা হয়। সেখানে জেলা নেতাকর্মীরা তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
জানাজা শেষে মোজাহারের মরদেহ নিয়ে যাওয়া হয় বোদা উপজেলার সাকোয়া প্রধানপাড়া গ্রামে। সেখানে পারিবারিকভাবে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় সাকোয়া ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে প্রধানপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
জানাজায় পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ফয়সাল আমিন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তৈমুর আলম, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, মোজাহার হোসেনের ছেলে মাহমুদ হোসেন সুমন প্রমুখ বক্তব্য দেন।
মো. মোজাহার হোসেন ৩ অক্টোবর রাতে রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।