বগুড়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল সাতজনের
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, দুপুরে লালমনিরহাট থেকে ঢাকা যাচ্ছিল নাবিল পরিবহনের একটি বাস। পথে শিবগঞ্জের কাশিপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা গাইবান্ধাগামী একটি বাসের সঙ্গে নাবিল পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ছয় নারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর এক পুরুষ নিহত হন।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।