স্থানীয় সরকারমন্ত্রী বললেন

ঢাকার সব বসতি ওয়াসার আওতায় আসবে

Looks like you've blocked notifications!
ওয়াসার উদ্যোগে ‘পানির সংযোগ হস্তান্তর’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ছবি ; এনটিভি

২০১৭ সালের মধ্যে রাজধানীর সব বসতি ঢাকা ওয়াসার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সেই সক্ষমতা অর্জন করতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

আজ বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা ওয়াসার উদ্যোগে ‘পানির সংযোগ হস্তান্তর’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ভূ-গর্ভস্থ পানি নিচে নেমে যাচ্ছে। পানি সংকট মোকাবিলায় এই পানি ধরে রাখতে সরকার বিভিন্ন আগাম কার্যক্রম হাতে নিয়েছে। বিভিন্ন অবৈধ সংযোগ সরকারি নজরদারিতে আছে। এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সংযোগগুলোকে বৈধ করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লা, ওয়াসার চেয়ারম্যান হাবিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।