টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি ঢাকার ২ মেয়রের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র ও কাউন্সিলররা।
নবনির্বাচিত জনপ্রতিনিধিরা আজ বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক বলেন, ‘ঢাকাবাসীর সুযোগ-সুবিধা বাড়িয়ে তাঁদের সেবা করব। ঢাকাকে আলোকিত করার কাজ করছি। নগরবাসীর একটি বড় অসুবিধা মশা। সেদিকে আমরা কাজ করছি।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘টেন্ডারবাজি ঠেকাতে সব কিছুই অনলাইনে করা হবে। দুর্নীতির বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স থাকবে। পাশাপাশি ঢাকাকে আধুনিক রাজধানী হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা থাকবে। এক সপ্তাহের মধ্যে যানজট নিরসনের জন্য কাজ শুরু করা হবে।’
এ ছাড়া মেয়রদের সাথে থেকেই এলাকার উন্নয়নের অংশীদার থাকার আশা ব্যক্ত করেন কাউন্সিলররা। তাঁদের সাথে সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।