আ. লীগ কারো কাছে মাথা নত করে না : আমু
ভারতীয় লোকসভায় স্থলসীমান্ত বিল পাস হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ জাতীয় স্বার্থে কারো সাথে আপস বা মাথা নত করে না।
আজ শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলায় ন্যাশনাল সার্ভিসের আওতায় নির্বাচিত প্রশিক্ষণার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য।
urgentPhoto
শিল্পমন্ত্রী বলেন, ‘আজকে ইতিহাস কী বলে, ৪২ বছরে আমাদের সমুদ্রসীমা নিয়ে কেউ পদক্ষেপ নেয়নি। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সমুদ্রসীমা নির্ধারণের জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর কোনো সরকার সমুদ্রসীমা নিয়ে মাথা ঘামায়নি। শেখ হাসিনা ক্ষমতায় এসে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক কোর্টে মামলা করে আদায় করে আমাদের স্বার্থ সংরক্ষণ করেছেন।’
‘আজকে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ ছিটমহলের সমস্যা শেখ হাসিনার নেতৃত্বে সমাধান হলো। ইন্দিরা-মুজিব চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী আমরা পার্লামেন্টে আইন পাস করেছিলাম। কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে সেটা পাস হয়নি। গত মেয়াদে কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় এ বিলটি আনা হয়েছিল। কিন্তু তখন নির্বাচন আসায় বিলটি পাস হয়নি। লোকসভায় সেটি পাস হওয়ার মধ্য দিয়ে ৪০ বছরের সমস্যার সমাধান হলো।’
আমির হোসেন আমু আরো বলেন, ‘সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আমরা আমাদের স্বার্থের ব্যাপারে কারো কাছে মাথা নত করি না। বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আওয়ামী লীগ সর্বদা সদা সচেতন এবং সেটা আদায় করে ছাড়ে। বঙ্গবন্ধু আদায় করেছিলেন, তাঁর সুযোগ্যা কন্যা শেখ হাসিনা সেটা করছে। জাতীয় যে অর্জন সেগুলোও আওয়ামী লীগ সরকারই শেখ হাসিনার নেতৃত্বে বারবার করে আসছে। বঙ্গবন্ধু এ শেখ হাসিনা বারবারই জাতীয় স্বার্থ সংরক্ষণ করে আসছে।’
দেশব্যাপী শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষিত করে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের জন্য ন্যাশনাল সার্ভিস চালু করা হয়েছে। এতে বেকার সমস্যার সমাধান হয়ে দেশ এগিয়ে যাবে বলেও জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদ হোসেন জোমাদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।