মুন্সীগঞ্জে বিপুল কারেন্ট জাল জব্দ

Looks like you've blocked notifications!
আজ বুধবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকার এই কারখানা থেকে জব্দ করা হয় দুই কোটি ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে কারখানা থেকে দুই কোটি ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। প্রশাসনের দাবি, এর আনুমানিক মূল্য এক কোটি ১৫ লাখ টাকা।

জেলা নির্বাহী হাকিম আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সদর উপজেলা মৎস্য বিভাগ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে মেসার্স খান ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

নির্বাহী হাকিম আবদুল্লাহ আল-মামুন জানান, অবৈধ কারেন্ট জাল উৎপাদন বন্ধে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। পরে জব্দকৃত জাল মুন্সীগঞ্জ নয়াগাঁওয়ে ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু, র‌্যাব ১১-এর ভাগ্যকূল ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আনোয়ার প্রমুখ।