রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মুখে জেলা তাঁতী লীগের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকীব নজিবুল হক নজু, জেলা তাঁতী লীগের আহ্বায়ক তালুকদার আবদুল বাকী, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পরিবেশের কথা বলে রামপালের তাপ বিদ্যুৎকেন্দ্র নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছে, তারা দেশের উন্নয়ন চায় না। বক্তারা অবিলম্বে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ করার দাবি জানান।